জাতিসংঘে মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন তাদের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2017, 07:28 AM
Updated : 14 Feb 2017, 07:34 AM

সোমবার নিউ ইয়র্কে মিশনের সচিব মো. নুরএলাহি মিনা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ন’টায় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন স্বাগত ভাষণ দিবেন।

এছাড়া শহীদ দিবসের বাণী পাঠ, ভাষা শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর একুশের প্রথম প্রহরে মিশনের অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দেওয়া হবে।

মাতৃভাষা দিবসের এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ স্থায়ী মিশন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,  দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com . সাথে ছবি দিতে ভুলবেন না যেন!