সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে লন্ডনে প্রতিবাদ

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে লন্ডন প্রবাসী প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

সৈয়দ নাহাস পাশা যুক্তরাজ‌্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 05:19 AM
Updated : 13 Feb 2017, 05:19 AM

স্থানীয় সময় শনিবার দুপুরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ‘ব্রিটিশ-বাংলাদেশী সাংবাদিকবৃন্দ’ ব্যানারে আয়োজিত হয় এ মানববন্ধন।

‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর বিশেষ প্রতিনিধি সৈয়দ নাহাস পাশার সভাপাতিত্বে এবং ‘এসএ টিভি’র বিশেষ প্রতিনিধি হেফাজুল করিম রকিব ও ‘বাংলা টিভি’র বার্তা সম্পাদক সরোয়ার হোসেনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ‘সাপ্তাহিক জনমত’-এর বিশেষ প্রতিনিধি আহাদ চৌধুরী বাবু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ‘এটিএন বাংলা’র সিনিয়র রিপোর্টার মোস্তাক বাবুল, ‘চ্যানেল এস’- এর হেড অব নিউজ কামাল মেহেদী, ‘দর্পণ’-এর সম্পাদক রহমত আলী, ‘সানরাইজ রেডিও’র পরিচালক মিছবাহ জামাল ও ‘ব্রিকলেইন’-এর সম্পাদক জুয়েল রাজ।

এছাড়া বক্তব্য দেন ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’-এর কার্যকরী পরিষদের সদস্য পলি সুলতান, ‘ডেইলি স্টার’-এর যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহ, ‘এনটিভি ইউরোপ’-এর উপস্থাপক আতাউল্যাহ ফারুক, ‘লন্ডন বিডি নিউজ ২৪’- এর সম্পাদক জাকির হোসেন কয়েস, আনিসুর রহমান, সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু, আবদুল মুনিম জাহেদি ক্যারল, বদরুজ্জামান বাবুল, ‘ডিবিসি’ যুক্তরাজ্য প্রতিনিধি তারেক চৌধুরী, ‘চ্যানেল এস’ রিপোর্টার রেজাউল করিম মৃধা, ‘নতুন দিন’- এর বার্তা সম্পাদক মোহাম্মদ কাওছার ও ‘এনটিভি’ ইউরোপের রিপোটার আহসানুল আম্বিয়া শুভন।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন ‘লন্ডন বিডি নিউজ’- এর চেয়ারম্যান আবদুল বাছিত বাদশা, ‘বিশ্ব বাংলা ২৪.কম’ সম্পাদক শাহ রহমান বেলাল, কবি আনোয়ার ইসলাম অভি, মানবাধিকার কর্মী সিনতীয়া আরেফিন, ‘বাংলা টিভি’র রিপোর্টার আবুল কালাম, ‘এলবিটিভি’র রিপোর্টার জুবায়ের আহমদ, ‘এসবিটিভি’ পরিচালক ওমর ফারুক, সাংবাদিক এখলাসুর রহমান, ফিরোজ আহমদ বিপুল, আলাউদ্দিন রাসেল, তানবির হাসান, মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইয়া, আবদুর রহিম, ইতালী সমিতির কোষাধক্ষ আহমদ টুটুল, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান টিপু, দ্প্তর সম্পাদক মাসুম বিল্লাহ ও সুমন আহমেদ।

সভায় সিদ্ধান্ত হয়, সাংবাদিক সাগর-রুনির হত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন করার দাবিতে এ মাসেই ‘লন্ডন বাংলা প্রেসক্লাব’-এর সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!