আরব আমিরাতে বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সভা

বাংলাদেশ সরকার কর্তৃক দ্বৈত নাগরিক আইন সংশোধন করায় সংযুক্ত আরব আমিরাতে আনন্দসভা করেছে  বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা।

লুৎফুর রহমান, আরব আমিরাতের দুবাই থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 12:03 PM
Updated : 10 Feb 2017, 12:03 PM

বুধবার আরব আমিরাতের শারজায় একটি অভিজাত রেস্টুরেন্টে সংস্থার সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক শাহজাহান আহমেদের পরিচালনায়  ওই আনন্দসভা অনুষ্ঠিত হয়।  

এতে উপস্থিত ছিলেন- সংগঠনটির সহ সভাপতি  হাজী বদরুল হোসেন, সহ সভাপতি ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আফজাল সাদেকিন (আপলু) সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম. সুমন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক হুসাইন মাহমুদ আলতাফ, সহ অর্থ সম্পাদক এস এম শাহজাহান আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আমিন হাসান খান, সহ সাহিত্য সম্পাদক লুৎফুর রহমান, সদস্য জামাল আহমদ, জাবেদ আহমদ, জামিল আহমদ প্রমুখ।

সভায় চারটি বিষয়ে নজর দিতে সরকারকে আহ্বান জানান।

এগুলো হলো- সরকারি খরচে প্রবাসীর লাশ দেশে পাঠানো, দূতাবাস ও কনস্যুলেট গড়ে তোলা, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা এবং বিয়ানীবাজার থানায় প্রবাসী কল্যাণ ডেস্ক চালু করা।

বইমেলা ২০১৭ তে সংগঠনের সহ সাহিত্য সম্পাদক লুৎফুর রহমানের ছড়ার বই প্রকাশ হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।