সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদ লন্ডনে

যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা ‘দৈনিক সমকাল’-এর সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করেছে।

সৈয়দ নাহাস পাশা লন্ডন প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 06:01 AM
Updated : 7 Feb 2017, 06:44 AM

স্থানীয় সময় সোমবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে লন্ডনে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বৃটিশ-বাংলাদেশী সাংবাদিকবৃন্দ’ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’-এর সভাপতি সৈয়দ নাহাস পাশা এবং পরিচালনা করেন এসএ টিভির বিশেষ প্রতিনিধি হেফাজুল করিম রকিব। সভায় স্বাগত বক্তব্য দেন ‘সাপ্তাহিক জনমত’-এর বিশেষ প্রতিনিধি আহাদ চৌধুরী বাবু।

সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন ‘সাপ্তাহিক লন্ডন বাংলা’-এর সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, ‘সুরমা’র সম্পাদক আহমদ ময়েজ, ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর বিশেষ প্রতিনিধি সৈয়দ আনাস পাশা, সাংবাদিক মতিয়ার চৌধুরী, ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’-এর সহ সভাপতি মাহবুব রহমান, এটিএন বাংলা ইউকে’র সিনিয়র রিপোর্টার মোস্তাক বাবুল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ‘ব্রিকলেইন’ সম্পাদক জুয়েল রাজ, ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’-এর ট্রেনিং সেক্রেটারি ইব্রাহিম খলিল, ইনফরমেশন সেক্রেটারি সালেহ আহমদ, ইভেন্ট সেক্রেটারি (বিজয়ী) তওহীদ আহমদ,কার্যকরী পরিষদের সদস্য পলি সুলতান, ‘বাংলা টিভি’র বার্তা সম্পাদক সরোয়ার হোসন, ‘ডেইলি স্টার’-এর যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহ, ‘লন্ডন বিডি নিউজ ২৪’- এর সম্পাদক জাকির হোসেন কয়েস।

উপস্থিত ছিলেন ‘এনটিভি’ ইউরোপের চিফ রিপোর্টার আকরাম হোসেন, সাংবাদিক আবদুর কাদির মুরাদ, এনটিভি ইউরোপের উপস্থাপক আতাউল্যাহ ফারুক, সাংবাদিক মাহবুব কানছুর, ডিবিসি যুক্তরাজ্য প্রতিনিধি তারেক চৌধুরী, চ্যানেল এস রিপোর্টার রেজাউল করিম মৃদা, মোহাম্মদ কাউসার, এনটিভি ইউরোপের রিপোটার আহসানুল আম্বিয়া শুভন, সাংবাদিক রফিকুর ইসলাম এমদাদ, লন্ডন বিডি নিউজ ২৪-এর চেয়ারম্যান আবদুল বাছিত বাদশাহ।

আরও উপস্থিত ছিলেন কবি সিহাবুজ্জামান কামাল, ‘বিশ্ব বাংলা ২৪.কম’-এর সম্পাদক শাহ রহমান বেলাল, ‘এল বিটিভি ২৪’- এর রিপোর্টার জুবায়ের আহমদ, সাংবাদিক আলাউদ্দিন রাসেল, ‘আমাদের প্রতিদিন’ সম্পাদক আনোয়ার শাহজান, মানবাধিকার কর্মী কানিজ ফাতেমা, ফয়সাল জামিল, ডলার বিশ্বাস, লুৎফুর রহমান লিকন, লুৎফুর রহমান, আবদুল রহিম, সাংবাদিক আফসার উদ্দিন, বদরুজ্জামান বাবু, এহসানুল হক তানিম।