প্যারিসে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকসভা

দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মৃত্যুতে শোকসভা করেছে ফ্রান্স আওয়ামী লীগ।

সেলিম উদ্দিন, ফ্রান্সের প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2017, 01:48 PM
Updated : 6 Feb 2017, 01:48 PM

রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা গার দ্যু নর্দের একটি ক্যাফেতে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেমের সভাপতিত্বে সভাটির পরিচালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এতে বক্তব্য দেন- ফ্রান্স আওয়ামী লীগের অন্যতম নীতি-নির্ধারক সাবেক সভাপতি বেনজির আহমেদ সেলিম, প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি নাজিম উদ্দীন আহমেদ, সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদ বার তাহের, সামাজিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, শুভ্রত ভট্রাচার্য্য শুভ, অবনী গোপাল চন্দ্র, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সভাপতি এ বি এম শাহজাহান,শরীফউদ্দিন স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক কবি মোস্তফা হাসান, রানা চৌধুরী, নজরুল চৌধুরী, মাসুদ হায়দার, এমদাদুল হক স্বপন, ফয়সল উদ্দিন, নিয়াজ উদ্দীন চৌধুরী হীরা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, খালেদ গোলাম কিবরিয়া,  সেলিম উদ্দীন, খালেকুজ্জামান, প্রচার সম্পাদক আমিন খাঁন হাজারী, মুক্তিযোদ্ধা সম্পাদক সাইফুল ইসলাম দুলাল, আন্তর্জাতিক সম্পাদক তাপস বড়ুয়া রিপন,দপ্তর সম্পাদক পারভেজ রশিদ খাঁন, সহদফতর সম্পাদক শেখ জাহেদ উর রশিদ, প্যারিস নগর আওয়ামী লীগের আহ্বায়ক আবু ইউচুপ, রবিউল হোসেন, গান্ধী বিশ্বাস এবং রেজাউল করিম রনি৷

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!