সুরঞ্জিতের মৃত্যুতে পর্তুগাল ও ডেনমার্ক আ. লীগের শোক

দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে ডেনমার্ক ও পর্তুগাল আওয়ামী লীগ পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছে।

রনি মোহাম্মদ, পর্তুগাল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2017, 03:09 PM
Updated : 6 Feb 2017, 07:31 AM

রোববার ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া সেখানকার সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

এদিকে আরেক বিবৃতিতে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান এবং সিনিয়র নেতা আবুল কালাম আজাদ স্বাক্ষরিত আরেকটি বিবৃতিতে শোক জানায় সেখানকার সংগঠনটি।

ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত ৪টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের চিফ অপারেটিং অফিসার আল ইমরান জানান।

সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য; দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির এ সদস্য নবম সংসদে পঞ্চদশ সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান ছিলেন তিনি।