যুক্তরাষ্ট্রে বাঙালির পিঠামেলা

যুক্তরাষ্ট্রের আটলান্টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিঠামেলার আয়োজন সম্পন্ন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2017, 08:58 AM
Updated : 4 Feb 2017, 09:00 AM

স্থানীয় সময় রোববার জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে বার্কমার হাই স্কুল মিলনায়তনে এই পিঠামেলা হয়।

বাঙালির  রকমারি স্বাদের পিঠা, নাচ-গান আর মিলনায়তনজুড়ে বিভিন্ন  স্টলে স্বদেশি  পণ্য সামগ্রীর বিকিকিনিতে মেলা জমে উঠে।

মেলায় স্বাগত ভাষণ দেন আয়োজক সংগঠনের সভাপতি মোহন জব্বার, সাধারণ সম্পাদক উত্তম দে, প্রধান উপদেষ্টা দিদারুল আলম গাজী ও প্রধান স্পনসর এমঅ্যান্ডজে ফাউন্ডেশনের সভাপতি জামিল ইমরান।

সাংস্কৃতিক পর্বে নাচে অংশ নেন রিজওয়ানা রুমু, সানিলা কবির, তানিয়া ফেরদৌস খান, নুমিতা হোসেন, মিথিলা রহমান স্মৃতি, তাহিয়াত নাওয়ার, রুবাইয়াত স্বপন, ফারাহ উলফাত পার্সা, ফারাহ উলফাত পিথা, সাদিয়া ইসলাম খান, আনুসা ইসলাম খান, হাসান মোহাম্মদ, আব্দুল আহাদ, নুসরাত জাহান, শেখ সাবাহ আখতার, শেখ মোহাম্মদ সামির, চৌধুরী সাদ ও স্যানেলে হোসেন।

 

মেলার তত্ত্বাবধানে ছিলেন মোহন জব্বার, উত্তম দে, ভাস্কর চন্দ, নেহাল মাহমুদ, শেখ জামাল, এনামুল হক, শিল্পী সৈকত প্রধান, শহিদুল ইসলাম থাণ্ডু, আবু নাসের মিলন, নুরুল তালুকদার নাহিদ, মিনহাজুল ইসলাম বাদল, আবুল হাশেম, ইলিয়াস হাসান, মোহাম্মদ কিউ জামান, রাসেদ চৌধুরী, সুহেল হাসান চৌধুরী, সৈয়দ মুরাদ, রতন দাস, আবুস হাসান, সৈয়দ আলম কামরান, হাসান খান, উপদেষ্টা দিদারুল আলম গাজী, সলিম উল্লাহ সলি, রফিক হাসান ও বেলায়েত হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!