আরব আমিরাতে দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহতে একটি প্রাইভেট কার দুর্ঘটনায় পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিন জন।

জাহাঙ্গীর কবির বাপপিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 01:41 PM
Updated : 31 Jan 2017, 01:41 PM

নিহতরা হলেন- মুহাম্মদ আবদুর রহিম (৪২) ও মুহাম্মদ আলমগীর (৪৫)। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাস আল-খাইমাহর হুজাম রোডে ওই দুর্ঘটনা ঘটে বলে আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী জানান।

তিনি বলেন, "আমরা এ ব্যাপারে দুবাই কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রেখেছি।"

দুর্ঘটনায় গুরুতর আহত মুহাম্মদ আজিমের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তাকে রাস আল-খাইমাহর 'আল  সাকার' হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জান রনি বেলাল নামে একজন রাস আল-খাইমাহ থেকে টেলিফোনে জানান, প্রাইভেট কারটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

আহতদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।