ইতালিতে ‘জাতীয় কমিটি’র ডাকা হরতালে সংহতি

‘সুন্দরবন রক্ষা’র দাবিতে ‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি’র ডাকা ঢাকা মহানগরে অর্ধ দিবস হরতালের সমর্থনে ইতালিতে মতবিনিময় সভা করেছে প্রবাসী বাংলাদেশিরা।

এহতেশামুল হক শিপলু, ইতালি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2017, 06:51 AM
Updated : 25 Jan 2017, 06:51 AM

স্থানীয় সময় মঙ্গলবার ইতালির বোলোনিয়া শহরে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২৬ জানুয়ারি ঢাকা মহানগরে সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত অর্ধ দিবস হরতাল সংহতি জানিয়ে হরতালের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বন ও প্রাণ- প্রকৃতি রক্ষার দাবিতে পৃথিবীর ইতিহাসে প্রথম হরতাল সফল করা ও রামপাল চুক্তি বাতিলের দাবিতে দেশে-বিদেশে জনমত গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় আয়োজিত এ সভায়। হরতাল সফল করতে অনলাইনে ব্যাপক প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক এহতেশামুল হক শিপলু, সদস্য সচিব- শেখ মুরাদ, জিল্লুর রহমান, শরিফুর রহমান শিমুল, মিঠূ শামিম, নাসির উদ্দিন ইমন, শেখ রিপন, মীর নাজমুল হক নিঝু, সাহাদাত হোসেন, হিরন এলাহি, লুৎফর রহমান, সুলতানা রাফিয়া শিল্পী, নাসিমা আক্তার, পারভিন আক্তার সহ আরও অনেকেই।