ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের ‘পিঠা উৎসব’

ডেনমার্কের কোপেনহেগেনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন ‘পিঠা উৎসব’।  

নাঈম হাসান পাভেল, ডেনমার্ক থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 05:40 AM
Updated : 22 Jan 2017, 05:45 AM

স্থানীয় সময় শনিবার কোপেনহেগেনের একটি রেস্তোরাঁয় প্রবাসী বাংলাদেশিরা বাহারী সাজের পিঠা নিয়ে এ উৎসবে মিলিত হন।

পিঠা  উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রবাসী বাংলাদেশি সানন্দা ইকবাল। প্রবাসে থেকেও বাঙালি সংস্কৃতির প্রতি ভালবাসা থেকেই প্রবাসীদের এ উদ্যোগ বলে জানায় আয়োজকরা।

পিঠা উৎসবে নানা ধরনের পিঠা দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল স্টলগুলো। পুলি পিঠা,ভাঁপা পিঠা,চিতই পিঠা,ঝাল পিঠা,চিত্ত হরণ, চিড়া পিঠাসহ অন্যান্য অনেক পিঠা স্থান পেয়েছিল স্টলগুলোতে।

পিঠা উৎসবের পাশাপাশি লোকজ বাংলা গানের আয়োজনও রাখা হয়েছিল। প্রবাসী শিল্পী ওমর এ সময় বেশ কয়েকটি গান পরিবেশন করেন।  

পিঠা উৎসবে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্ক প্রবাসী মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, সংগীত শিল্পী শোয়েব,ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু,সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া,জাহাঙ্গীর আলম,সোমা সিদ্দিকা,হিল্লোল বড়ুয়া,কোহিনূর আখতার মুকুল,ইফতেখার সম্রাটসহ আরও অনেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!