ওবামার বাণিজ্য উপদেষ্টা মনোনীত বাংলাদেশি বেহনাজ

বিদায়ের কয়েকদিন আগে বাংলাদেশি বংশোদ্ভুত বেহনাজ কিবরিয়াকে বাণিজ্য নীতি ও সমঝোতা বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন বারাক ওবামা।

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2017, 10:32 AM
Updated : 17 Jan 2017, 10:36 AM

সোমবার হোয়াইট হাউজের এক বিজ্ঞপ্তিতে বেহনাজসহ ২৯ জনকে বিভিন্ন পদে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়।

বেহনাজের এই মনোনয়ন সিনেটের অনুমোদন পেলে তিনি দুই বছর কমিটির সদস্য হিসেবে থাকবেন।

তিনি ২০০৭ সাল থেকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে কর্মরত আছেন।

তার আগে ছিলেন একই দপ্তরের সহকারী জেনারেল কাউন্সিল। বেহনাজ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পেরু,কলম্বিয়া ও কোরিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিষয়েও কাজ করেছেন।

যুক্তরাষ্ট্র প্রশাসনে যোগ দেওয়ার আগে ওয়াশিংটন ডিসির হগ্যান অ্যান্ড হার্টসন এলএলপি নামের আইনি প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন তিনি।

ঢাকায় জন্মগ্রহণকারী বেহনাজ কিবরিয়া জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ল’ স্কুল থেকে আইন বিষয়ে এবং ওয়েসলিয়ান ইউনিভার্সিটি থেকে বিএ ডিগ্রি নিয়েছেন। দুই মেয়ে ও স্বামীর সঙ্গে ভার্জিনিয়ার আর্লিংটনে বসবাস করেন তিনি।

এর আগে ২০১৪ সালে ওবামা তার এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ড সম্পর্কিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদকে মনোনয়ন দিয়েছিলেন।