অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক সংগঠনের সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিকদের সংগঠন 'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'-এর কার্যকরী পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2017, 10:39 AM
Updated : 16 Jan 2017, 10:39 AM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিডনিতে রকডেল কস্তুরি রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টারে এ সভা হয়। 

সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন সভা পরিচালনা করেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কার্যনির্বাহী পরিষদের সদস্য রতন কুণ্ডু,রাশেদ শ্রাবণ,জেষ্ঠ্য সহ সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীম ও মোহাম্মাদ রেজাউল হক। 

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল,সদস্য মিজানুর রহমান সুমন,প্রচার সম্পাদক কাজী আলমগীর,অর্থ সম্পাদক মোহাম্মাদ হুদা,সদস্য কাজী আরমান,গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক আসিফ ইকবাল ও সদস্য আলী বাশির নূর। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ এপ্রিল সংগঠনটির অভিষেক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,  দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!