ওয়াশিংটনে জানুয়ারির শেষ সপ্তাহে পিঠা উৎসব

‘শীতের পিঠা ভারি মিঠা’ এই স্লোগান নিয়ে শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।

শিব্বীর আহমেদ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 11:01 AM
Updated : 15 Jan 2017, 11:01 AM

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি' ২৮ জানুয়ারি এ পিঠা উৎসবের আয়োজন করেছে।

ভার্জিনিয়ার উডব্রিজ শহরের ফ্রিডম হাইস্কুল অডিটরিয়ামে সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে এই পিঠা উৎসবের অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাহারি সব পিঠার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে উপস্থিত থেকে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী শুভ্রদেব। 

পিঠা উৎসবের আয়োজক ও 'ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি'র পরিচালক আবু রুমি বলেন, "শীতের হিমে পিঠার স্বাদ বাঙালির সংস্কৃতির অংশ। প্রতি বছরই শীতকালে দেশজুড়ে পিঠা তৈরির ব্যস্ততা চোখে পড়ে। ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির এই পিঠা উৎসব শীতের পিঠার সুবাস ছড়িয়েছে প্রবাসীদের মনে-প্রাণে।"

পিঠা উৎসবের আয়োজক ও পরিচলাক আকতার হোসেন ২৮ জানুয়ারি 'ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি'র পিঠা উৎসবে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!