যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাঙালির পিঠা উৎসব  

শীতের শুরুতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু'টি পিঠা উৎসব।

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2017, 10:03 AM
Updated : 14 Jan 2017, 10:03 AM

আগামী ১৫ জানুয়ারি রোববার আটলান্টার বার্কমার হাই স্কুল মিলনায়তনে বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার উদ্যোগে  অনুষ্ঠিত হবে শীতের প্রথম পিঠা উৎসবটি।

আয়োজনে অংশ নেওয়ার জন্যে জর্জিয়া রাজ্যের প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক সংগঠনের সভাপতি মুহাম্মদ আলী মানিক ও সাধারণ সম্পাদক অসীম সাহা।

এই উৎসবে গান গাইবেন বাংলাদেশের  ব্যান্ডশিল্পী বিপ্লব। এছাড়া স্থানীয় শিল্পীদের নাচ, গান ও আবৃত্তি থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অন্যদিকে আগামী ২৯ জানুয়ারি রোববার 'জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন'-এর  উদ্যোগে আরেকটি পিঠা মেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

স্বাগতিক সংগঠনের সভাপতি মোহন জব্বার ও সাধারণ সম্পাদক উত্তম দে জানিয়েছেন, বাঙালি নারীদের নিজ হাতে তৈরি বিভিন্ন শীতের পিঠা ছাড়াও শাড়ি,গহনা,শিশুদের খেলনা ও উপহার সামগ্রী পাওয়া যাবে মেলায়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!