পর্তুগালে প্রবাসী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিয়ানীবাজার

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত 'আইমন সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭' এর ফাইনালে  বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট চ্যাম্পিয়ন ও ফরিদপুর রাইডার্স রানার্সআপ হয়েছে।

মোহাম্মদ নুরুল্লাহ, পর্তুগালের লিসবন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 12:21 PM
Updated : 11 Jan 2017, 12:21 PM

স্থানীয় সময় রোববার সকালে প্রথমবারের মত অনুষ্ঠিত একদিনের এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়।

ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের রায়হান।

ইউরোপের  বাংলা পত্রিকা 'নবকণ্ঠ' আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন  প্রবাসী সাংবাদিক মোহাম্মদ নুরুল্লাহ।

খেলায় আম্পায়ার ছিলেন দেলোয়ার লস্কর ও কামরুল, রেফারি একে রাকিব ও স্কোরবোর্ডের দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম সুমন।

এসময় উপস্থিত ছিলেন- নবকণ্ঠের পর্তুগাল ব্যুরো প্রধান ও অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ফরহাদ মিয়া, নজরুল ইসলাম সিকদার, জহিরুল আলম জসিম, লিয়াজ উদ্দীন, শওকত ওসমান, মহিন উদ্দিন, মাহবুব আলম, দেলওয়ার আহমদ, আবুল কালাম আজাদ, শাহজান আহমদ, ইউছুফ তালুকদার, কছরু মিয়া, আমির সোহেল ও এনামুল হক মিতুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা এমদাদ মিয়া, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসাইন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসাইন, আব্দুল ওয়াহিদ পারভেজ, অলি আহমেদ সানি ও সুমন আহমেদ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ পর্তুগাল শাখার সভাপতি জহিরুল আলম জসিম , সাধারণ সম্পাদক শওকত ওসমান, নোয়াখালী অ্যাসোসিয়েশনের জেষ্ঠ্য সহ সভাপতি আবুল কালাম আজাদ, একই সংগঠনের সাধারণ সম্পাদক ও পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক ইউসুফ তালুকদার ও সোলাইমান মিয়া।

বিজয়ী দলের অধিনায়ক শাহ আলম ও টিম ম্যানেজার শহীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!