ইতালিতে নারী সমিতির শীতকালীন বনভোজন

শীতের শুরুতে ইউরোপের বিভিন্ন শহরজুড়ে তুষারপাত হলেও ইতালির রোমে কোন তুষার নেই।

নাঈম হাসান পাভেল, ইতালি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 10:05 AM
Updated : 11 Jan 2017, 10:05 AM

তুষারপাত দেখার জন্য ইতালির আবরুজ্জো শহরে বরফে আচ্ছাদিত পাহাড়ি এলাকা কাম্পো ডি ফেলেসিতে  বনভোজনের আয়োজন করেছে  প্রবাসী নারীদের সংগঠন ‘মহিলা সমাজকল্যাণ সমিতি’।

সংগঠনের সভাপতি লায়লা শাহের নেতৃত্বে ইতালি প্রবাসী নারী ও তাদের পরিবারের সদস্যরা রোম থেকে  বাসযোগে কাম্পো ডি ফেলেসির পাদদেশে যান।

তুষারপাতের মধ্যে আনন্দ-উল্লাসে মেতে উঠেন প্রবাসী বাংলাদেশিরা।

ক্যাবল-কারের মাধ্যমে এক পাহাড় থেকে অন্য এক পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা পেয়েছেন অনেকেই। শিশুদের বরফে স্কেটিংসহ এদিক-ওদিক ছুটে বেড়ানো ছিলো চোখে পড়ার মতো।

বনভোজনে অংশ নেন মহিলা সমাজকল্যাণ সমিতির সহ সভাপতি নার্গিস আক্তার, খান রিপন, শিমুল রহমান, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন রাহুল, খান রবিন ও  হুমায়ুন কবির।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!