মালদ্বীপে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্বাধীনতা অর্জনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে মালদ্বীপ আওয়ামী লীগ।

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 10:03 AM
Updated : 11 Jan 2017, 10:03 AM

‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে  মঙ্গলবার রাতে রাজধানী মালের সি-বিল্ডিং অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি দুলাল মাদবরের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম সভা সঞ্চালনা করেন।

এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টি কে এম মুশফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দূতালয় প্রধান হারুন অর রশিদ, প্রবাসী ব্যবসায়ী দুলাল হোসেন, বাংলাদেশ কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সভাপতি আরিফুর রহমান লিমন ও মো.মনির হোসেন ।

এসময়ে বাংলাদেশ থেকে আসা কেন্দ্রিয় ছাত্রলীগের দুই সহ সভাপতি মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি তুলে দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!