স্পেন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত

বিএনপির স্পেন শাখার নতুন কমিটি গঠনে ১৮ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ও পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রিয় কমিটি।

সাহাদুল সুহেদ, স্পেনের মাদ্রিদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2017, 01:06 PM
Updated : 10 Jan 2017, 01:06 PM

স্থানীয় সময় রোববার মাদ্রিদে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান স্বাক্ষরিত কমিটি দুইটির অনুলিপি সাংবাদিকদের সামনে তুলে ধরেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খোরশেদ আলম মজুমদার।

সংবাদ সম্মেলনে মাহিদুর আগামী ৯০ দিনের মধ্যে বিএনপির কেন্দ্রিয় নেতাদের উপস্থিতিতে স্পেন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক- খোরশেদ আলম মজুমদার, সদস্য সচিব- রিয়াজ উদ্দিন লুৎফুর এবং সদস্য আব্দুল কাইয়ুম পঙ্কী, মোজাম্মেল হোসেন মনু, নূর হোসেন পাটোয়ারি, মনোয়ার হোসেন মনু, উদ্দিন সালাহ উদ্দিন খায়ের, মিজানুর রহমান বিপ্লব, সুহেল আহমদ সামসু, সুহেল ভুঁইয়া, মিল্টন ভুইয়া কচি, শরিফ মনির, সৈয়দ মাছুদুর রহমান নাছিম, সাইফুল ইসলাম, কাজি কাশেম, আবু জাফর রাসেল, আবু সাঈদ। 

এছাড়া দুলাল আহমেদকে সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রাখা হয়েছে। নির্বাচন কমিশনাররা হলেন- জিয়াউর রহমান খান, শফিউল আলম সফি, মো. সামসুদ্দুহা এবং নাজমুল ইসলাম নাজু।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোজাম্মেল হোসেন মনু, মিজানুর রহমান বিপ্লব, সুহেল ভুঁইয়া, কাজী কাসেম, আবুল সালেহ খায়ের, সৈয়দ মাছুদুর রহমান নাছিম, আনোয়ারুল আজিম এবং নির্বাচন কমিশনার নাজমুল ইসলাম নাজু।