বাংলা কবিতা ও গানে সিঙ্গাপুরে বর্ষবরণ

বাংলা কবিতা আবৃত্তি ও গান গেয়ে বর্ষবরণ করেছেন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশের একদল কবি।

মনির আহমদ, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2017, 09:48 AM
Updated : 6 Jan 2017, 09:48 AM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের রোয়েল রোডের ডে স্পেস সেন্টারে এই অনুষ্ঠান হয়।

আঠারজন প্রবাসীর কবিতা নিয়ে সংকলন ‘পরবাসীকথা’ থেকে একে অপরের কবিতা আবৃত্তি করে শোনান কবিরা।

কবিতা পড়েন বিকাশ নাথ,এম এ সবুর,সুমন শিকদার,শরিফ উদ্দিন,মাহবুব হাসান দিপু,জাকির হোসেন খোকন,মুকুল হোসেন,লিটন, মনির আহমদ, জাকির মির্জা ও  নীলিমা নূপুর।

সিঙ্গাপুরের সঙ্গীত দল ‘মাইগ্রেন ব্যান্ডস’ অনুষ্ঠানে গান শোনায়। গানে ছিলেন সুহেল রানা,জাকির ও আকাশ আলিম,বাদ্যযন্ত্রে কবির ও উজ্জ্বল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক-কর্মী নুসরাত আহমেদ। এছাড়া কণ্ঠশিল্পী নীল সাগর শাহীন ও শরিফ উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!