প্রবাসে মজার অভিজ্ঞতা: ফগ ভার্সাস ফ্রগ

নতুন বছরের সোমবার। উইকেন্ডের সাথে যুক্ত হওয়া ইংরেজি নববর্ষের ছুটি। সে কারণে তিন দিনের ছুটি কাটিয়ে খানিকটা ফুরফুরে মেজাজে অফিসে বসেছি।

জাহাঙ্গীর কবীর বাপপি, আবুধাবি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2017, 12:51 PM
Updated : 3 Jan 2017, 12:51 PM

এমন সময় ক্রিং ক্রিং ক্রিং......ক্রিং ক্রিং ক্রিং...। ফোনে আমার প্যালেস্টাইনি কলিগ তাসনিম।
: হ্যাপি নিউ ইয়ার, জাহাঙ্গীর।
: হ্যাপি নিউ ইয়ার।
: জাহাঙ্গীর, আই উইল বি লেইট ফর অ্যান আওয়ার, বিকজ দেয়ার আর 'দাবাব'...ইয়ানি 'হোয়াইট থিং' এভরিহোয়ার। কান্ট সি দ্য রোড...!!

হাহাহা...মনে মনে হেসে বললাম,"মেয়েটা বড় আজব! কত ধরনের বাহানা যে সে করবে অফিস দেরিতে আসার জন্য, তার শেষ নাই।"
যা বলছিলাম, এই 'দাবাব' মানে- 'হোয়াইট থিং'- মানে 'কুয়াশা' - মানে লো-ভিজিবিলিটির বাহানায় অফিসে দেরি করা যায় ফর্মুলাটা নতুন করে শিখলাম।

আসলেই এটা আফসোসের কথা যে এ ক্ষুদ্র মানবজনমে আমাদের আর ছাত্রত্বের অবসান ঘটে না। সারা জনম শুধু শেখো...শেখো, শেখো আর পরীক্ষা দিতে থাক...দিতে থাক...দিতে থাক- একটার পর একটা।

তাসনিমের কথায় এই ভাষা বিড়ম্বনার একটা জোকের কথা মনে পড়লো। জীবন থেকে নেওয়া যে জোক।

আমিরাত প্রবাসের এক বাংলাদেশি অফিস-বয় প্রতিবারের মত সেবারও দেশ থেকে দু'দিন দেরিতে কাজে ফিরেছে। অফিসের ব্রিটিশ জিএম খেপে টং হয়ে আছেন। এবার ব্যাটার একটা হেস্তনেস্ত করে ছাড়বেন।

সে অফিসে আসতেই ভারতীয় সেক্রেটারি তা জানিয়ে দিল। ভয়-কাতুরে অফিস বয় জিএমের রুমে ঢোকে না, কেবল ঘুর ঘুর করে। শেষ পর্যন্ত একবার সাহস করে আল্লাহ-রাসুলের নাম নিয়ে ঢুকেই পড়ে সে।
: ইয়েস। (হ্যাঁ)
: স্যার  (ভীত চকিত চেহারায়)
: হোয়াট ইজ ইওর এক্সকিউজ দিস টাইম...? হোয়াই ইয়্যু আর লেইট? (এবার তোমার কি বাহানা? কেন তুমি দেরি করলে?)
: স্যার, নো ফ্লাই বিমান, ফ্রগ এয়ারপোর্ট এভরিহোয়ার...!!
: হো..য়া..ট ?
: স্যার, এভরিহোয়ার ফ্রগ, সি নো।

: হোয়াট দ্য হেল ইয়্যু আর টকিং...!
: ইয়েস স্যার, ফ্রগ।
: ওহ মাই গুড গড, ইয়্যু জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস!
চেঁচিয়ে উঠলেন তার বস। ওঠার কথাই, কেউ যদি বলে রাস্তা-ঘাটে, এয়ারপোর্টের রানওয়েতে- সবখানে কেবল 'ফ্রগ' মানে, ব্যাঙ আর ব্যাঙ। সেজন্য বিমান চলেনি, তখন যে শুনেছে তার মাথা বিগড়ে যাবে না?

বসের ঝাড়ি খেয়ে ফেরার পথে ডাক পড়লো সেক্রেটারির। কেয়া হুয়ারে...বস গোসসা কিউ হুয়া? সে কিছুটা সাইন ল্যাঙ্গুয়েজে,কিছুটা হিন্দিতে বিষয়টা তর্জমা করে দিল।

তা শুনে সে হো হো হো করে হেসে উঠে ছুটে গেল বসের রুমে।

আর সেখানে বইল নতুন করে হাসির হররা। হা...হা...হা...!

লেখক: প্রবাসী বাংলাদেশি

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,  দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!