আতশবাজি ফুটিয়ে অস্ট্রেলিয়া প্রবাসীদের বর্ষবরণ

আতশবাজি ও গণসঙ্গীত দিয়ে ইংরেজি নতুন বছর ২০১৭ বরণ করেছেন অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশিরা।

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2017, 09:58 AM
Updated : 1 Jan 2017, 09:58 AM

সিডনি শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সিডনির অন্যতম ঘনবসতিপূর্ণ বাংলাদেশি অধ্যুষিত ক্যাম্পবেল টাউন এলাকায় এই বর্ষবরণ উৎসব হয়।

আতশবাজির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মেগ ওটস ও বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ চৌধুরী।

প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আতশবাজি (ফায়ার ওয়ার্কস) ও ইংরেজি গণসংগীতের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিল।  

কোশিনগায়া পার্ক সংলগ্ন হারলি স্ট্রিটে স্থানীয় সময় রাত নয়টায় প্রথম পর্বে এবং রাত ১২টায় দ্বিতীয় পর্বের এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিসহ কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

সিডনির প্রাণকেন্দ্র অপেরা হাউস ও হারবার ব্রিজ এলাকায়ও প্রতি বছরের শেষ সন্ধ্যায় নানা অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণের আয়োজন করা হয়।