নির্বাচনের সময়সীমা ঠিক করলো ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’

তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সময়সীমা নির্ধারণ করেছে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’।

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2016, 07:25 AM
Updated : 29 Dec 2016, 07:25 AM

২৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এক ‘জরুরি সাধারণ সভায়’ এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী মোট ৫৭ জনকে সদস্য বা ভোটার হিসেবে অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে ৪৯ জনই সভায় উপস্থিত হন।

২০০৮ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবের দুই বছর মেয়াদী কার্যকরী কমিটির জন্যে এবারই প্রথম গোপন ব্যালটে নির্বাচনের সিদ্ধান্ত হলো।

নির্বাচন কমিশনে রয়েছেন কাজী শামসুল হক, আকবর হায়দর কীরন এবং রাশেদ আহমদ।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। এজন্যেই ‘জরুরি সভা’র মাধ্যমে ৯০ দিন সময় বাড়ানো হয়।

ক্লাবের সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সেক্রেটারি দর্পণ কবীর।

অন্যদের মধ্যে বিদায়ী কার্যকরী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সাঈদ, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ রিজু মোহাম্মদ, নির্বাহী সদস্য লাবলু আনসার, সৈয়দ ওয়ালিউল আলম এবং কানু দত্ত বক্তব্য দেন।

এছাড়া সংগঠনের সদস্য জাকারিয়া মাসুদ জিকো, মিজানুর রহমান,  মীর ই ওয়াজিদ শিবলী, আশরাফুল আলম বুলবুল, রাশেদ আহমেদ, মোহাম্মদ আবুল কাশেম, শামীম আহমেদ, মঞ্জুরুল হক, বেলাল আহমেদ, আজিমউদ্দিন অভি, মশিউর রহমান মজুমদার এবং তোফাজ্জল লিটনও সভায় বক্তব্য দেন।