মাদ্রিদে বিজয় দিবসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে স্পেনের মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিশু-কিশোরদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সাহাদুল সুহেদ, স্পেনের মাদ্রিদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2016, 11:47 AM
Updated : 27 Dec 2016, 11:47 AM

রোববার মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্পেন প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোররা অংশ নেয়।

তাদের রং তুলি আর পেন্সিল কলমে ফুটে উঠে বাংলাদেশের চিত্র। বিশেষ করে লাল সবুজ পতাকা,জাতীয় স্মৃতিসৌধ ও আবহমান বাংলার রূপ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সংগঠনটির সভাপতি জামাল উদ্দিন মনির। 

তিনি বলেন, "প্রবাসী বাংলাদেশি শিশু কিশোররা যাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় সম্পর্কে জানতে পারে -এমন পরিকল্পনা নিয়েই এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।"

অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার,বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ সভাপতি দুলাল সাফা,প্রাক্তন সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বেলাল,সহ সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদক এ কে এম জহিরুল ইসলাম,শিক্ষক শামিমা আক্তার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক হাসান।