ফ্রান্সে জাতীয় কমিটির কর্মসূচি ঘোষণা

রামপাল চুক্তি বাতিলের দাবিতে আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফ্রান্স শাখা।

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 10:30 AM
Updated : 4 Dec 2016, 10:30 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার প্যারিসের গ্যারে দ্যু নর্দ রেস্তোরাঁয় সংগঠনটির এক সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্য সচিব সাখাওয়াত হোসেন হাওলাদার এবং সদস্য আহাম্মেদ আলী দুলাল, নিলয় সূত্রধর সুমন, আহমেদ রাজু, মেহেদি হাসান ও মিজানুর রহমান লাবলু।

সভা শেষে সদস্যরা গণ-স্বাক্ষর সংগ্রহে নামেন।

আগামি ৭ জানুয়ারি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে  বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় কমিটি। প্যারিসের সভায় ওই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ধারাবাহিক কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে রয়েছে- ১৮ ডিসেম্বর প্যারিসের মানবাধিকার চত্বরে আইফেল টাওয়ার অথবা প্লেস ডে লা রিপাবলিকে গণস্বাক্ষর, ৬ জানুয়ারি ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস ও ভারতীয় দূতাবাসে সংগৃহীত স্বাক্ষরসহ স্মারকলিপি পেশ এবং ৮ জানুয়ারি প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন।

এসব কর্মসূচি সফল করার জন্য এবং সুন্দরবন তথা বিশ্ব পরিবেশ রক্ষার আন্দোলনকে শক্তিশালী করার জন্য ফ্রান্স প্রবাসী সবাইকে আন্তরিক আহ্বান জানিয়েছে জাতীয় কমিটি, ফ্রান্স শাখা।