সিঙ্গাপুরে প্রবাসী কবিদের শুভেচ্ছা

প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিকাশে বিশেষ অবদানের জন্য সিঙ্গাপুরে তিন বাঙালি কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

মনির আহমদ, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 12:27 PM
Updated : 25 Oct 2016, 12:27 PM

রোববার বিকালে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরিতে প্রবাসী সংগঠন ‘সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিঙ্গাপুরের অভিবাসী কবিতা প্রতিযোগিতায় দুইবারের বিজয়ী কবি জাকির হোসেন খোকন এবং রানার্স আপ রাজীব শীল জীবন ও আজিজুল ইসলাম মোহর খানকে এই শুভেচ্ছা দেওয়া হয়।

মনির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শরিফ উদ্দিন। অনুষ্ঠানে তিন কবির জীবনকর্ম ও তাদের কবিতা আবৃত্তি করেন এম এ সবুর, মাহবুব হাসান দিপু, সৈয়দুর রহমান লিটন, জাকির হোসাইন ও সরোয়ার।

সিঙ্গাপুরে বাংলা সাহিত্য-সংস্কৃতির বিকাশে কবিতায় এ অবদানকে অনেক গুরুত্ববহ বলে উল্লেখ করেন ভারতীয় সাহিত্যিক ও গবেষক দেবব্রত বসু ও সিঙ্গাপুরের সাহিত্যপ্রেমী লিডিয়া এলেক্সকার।

বাংলা কবিতার এ শোভাযাত্রা বিশ্বব্যাপী বহমান থাকবে এমনটাই প্রত্যাশা সাহিত্যপ্রেমীদের।