মন্ট্রিয়লে 'লোকোজো'র সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত

কানাডার মন্ট্রিয়লের প্রবাসী বাঙালিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ ও শারদীয় পুনর্মিলনী সাংস্কৃতিক সন্ধ্যা।

সদেরা সুজন,কানাডার মন্ট্রিয়ল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 12:02 PM
Updated : 24 Oct 2016, 12:02 PM

মন্ট্রিয়লের সেন্ট হেনরি স্কুলের মিলনায়তনে ২২ অক্টোবর, শনিবার 'লোকোজো' নামের একটি সংগঠন ওই সাংস্কৃতিক সন্ধ্যাটির আয়োজন করে।   

শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। শিশু নৃত্য শিল্পীদের পরিবেশনার পরই সংক্ষিপ্ত বক্তব্য দেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক অনুপ কুমার চৌধুরী।  

গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্যাত দেশাত্ববোধক  গান ‘আমি বাংলায় গান গাই' গানটি গেয়ে অনুষ্ঠান শুরু করেন ভারতের শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এরপর ভারতীয় কণ্ঠশিল্পী দিপায়ন ব্যানার্জী, সুস্মিতা চক্রবর্তী ও তথাগত সেনগুপ্ত বাংলা ও হিন্দি গান পরিবেশন করে ‍উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে মন্ট্রিয়লের নন্দিত নৃত্য শিল্পীদের তত্ত্ববধানে রঙ্গিলা গ্রুপ ও পুর্ণা তালমিলার দল নৃত্য পরিবেশন করে।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শর্মিলা ধর ও শক্তিব্রত হালদার মানু।

দুই দিন ধরে বিরামহীন বৃষ্টি উপেক্ষা করেই বিপুল সংখ্যক প্রবাসী ওই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত হন।