যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যায় দুই তরুণী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় স্প্যানিশ-আমেরিকান দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2016, 10:28 AM
Updated : 1 Oct 2016, 10:28 AM

মঙ্গলবার স্থানীয় সময় রাতে রোজা ম্যানুয়েলা ব্যারিয়েন্টোস (২৩) ও মারিয়া মিশেল ইনজুঞ্জা (২৫) নামে এই দুই তরুণীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার লস এঞ্জেলেসের আদালতে পাঠানো হয়।

লস এঞ্জেলেস ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস জানিয়েছে গ্রেপ্তারদের জামিনহীন আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে লস এঞ্জেলেস সিটির নর্থ হলিউডের ‘এ অ্যান্ড ডি লিকার’ স্টোরে কাজ করা অবস্থায় গুলিতে নিহত হন প্রবাসী বাংলাদেশি মো. আবুল কালাম রহীম (৬১)।

স্টোরের সিসিটিভি ফুটেজ পরীক্ষার পর ওই দুই তরুণীকে চিহ্নিত করা হয় বলে আদালতকে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তিন মেয়ে ও এক ছেলের বাবা রহীম ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার দুই মেয়ে বাংলাদেশে থাকেন। দেশে রহীমের বাড়ি ঢাকার খিলগাঁওয়ে।

সোমবার রাতে আমিরাত এয়ারলাইন্সে রহীমের লাশ লস এঞ্জেলেস থেকে ঢাকায় পাঠানো হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাংলাদেশি কম্যুনিটি নেতা মোমিনুল হক বাচ্চু।

এর আগে গত ২৫ মার্চ লস এঞ্জেলেস ছুরিকাঘাতে মারা যান বাংলাদেশি ওয়াসি আহমেদ (৪৮)।

গত ১৩ অগাস্ট নিউ ইয়র্কে গুলি চালিয়ে হত্যা করা হয় বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) এবং তার সাথী থারা মিয়াকে (৬৪)।

তারপর গত ১ সেপ্টেম্বর ছুরিকাঘাতে হত্যা করা হয় নাজমা খানম ঝর্ণা (৬০) নামে এক বাংলাদেশি নারীকে।

এই তিন হত্যাকাণ্ডেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।