ভার্জিনিয়ায় হাসিনার সভার বাইরে বিএনপির বিক্ষোভ

ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলের বাইরে বিক্ষোভ দেখিয়েছে ওয়াশিংটন বিএনপি। তবে সে সময় প্রধানমন্ত্রী সভায় ছিলেন না।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2016, 03:29 PM
Updated : 29 Sept 2016, 03:29 PM

২৮ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা টাইসন কর্নারসংলগ্ন কার্টজ রিজ হোটেলে নেত্রীকে শুভেচ্ছা জানান।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত‌্যুতে জন্মদিনের সব আয়োজন বাতিল করা হলেও বিএনপি তাদের কর্মসূচি পালন করে।

এর আগে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ভবনের সামনেও বিক্ষোভ করে বিএনপি।

রিজ কার্টজ হোটেলে সভায় বক্তব্য দিয়ে শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় চলে যাওয়ার বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে ওয়াশিংটন বিএনপির সাধারণ সম্পাদক এজেএম হোসাইন বলেন, “যতদিন পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ‘যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ’ কর্মসূচি অব্যাহত থাকবে।”

‘ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস ইন বাংলাদেশ’ নেতা সাইয়েদ আহমেদ বলেন, “প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যানসহ শীর্ষস্থানীয় সব নেতার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তা বিনা শর্তে প্রত্যাহার না করা পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে প্রবাসে এ আন্দোলন চলবে।”

বিক্ষেোভে বিএনপি নেতাকর্মীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘উই ওয়ান্ট ডেমোক্রেসি’; ‘উই ওয়ান্ট হিউমেন্ট রাইটস’; ‘স্টপ কিলিং ইনোসেন্ট পিপল ইন বাংলাদেশ’; ‘হাসিনা গো ব্যাক’; ‘হাসিনা গো ডাউন’; স্লোগান দেন।

বিক্ষোভে অন‌্যদের মধ‌্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন, ওয়াশিংটন বিএনপির উপদেষ্টা লিয়াকত হোসাইন খান, সহ-সভাপতি সামছুদ্দীন মাহমুদ, জ‌্যেষ্ঠ যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক কামাল, কোষাধ‌্যক্ষ মুনির হোসেন প্রমুখ।

ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস ইন বাংলাদেশের খায়রুল আলম দোলন, মাহমুদুল কাদের, আব্দুল আউয়াল, রেজওয়ান আহমেদ, নজরুল ইসলাম, বোরহান উদ্দিন, শামীম আহমেদ, জহুরুল ইসলাম, আবদুল ওয়াহাব, শাহ আলম শাওন, সাইয়েদ আহমেদও ছিলেন।

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচি সফল করায় বৃহত্তর ওয়াশিংটন বিএনপির নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপারসন আকতার হোসেন বাদল।