সৈয়দ হকের মৃত্যুতে শোক যুক্তরাষ্ট্রেও

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ও রাজনীতিক গুণী এ লেখকের মৃত্যুতে শোক জানিয়েছেন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 05:20 AM
Updated : 28 Sept 2016, 05:20 AM

মঙ্গলবার বিকালে সৈয়দ হকের মৃত্যুর খবর পাওয়ার পরপরই ওয়েস্ট পাম বিচে বিশেষ দোয়ার আয়োজন করে ফ্লোরিডা আওয়ামী লীগ।

ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি ও বাই ন্যাশনাল চেম্বার অফ কমার্সের নির্বাহী সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক এম রহমান জহীর, সহ-সভাপতি মোহাম্মদ এমরান, আমির আলী চৌধুরী, আব্দুল ওয়াহিদ মাহফুজ, অপু চৌধুরী, রফিকুল ইসলাম, উত্তম বাবু, ইফতেখার চৌধুরী, আহসান হাবিব টিপু দোয়ায় অংশ নেন।

এসময় স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী লেখক সৈয়দ হকের আত্মার শান্তি কামনা করা হয়।

লেখকের মৃত‌্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন, ইউএস কমিটি ফর সেক্যুলার, ডেমোক্রেটিক বাংলাদেশ ও এবিসি কনভেনশন।

এসব বার্তায় সৈয়দ হকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ শামসুল হক। মঙ্গলবার বিকালে সেখানে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮১ বছর।

তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনগুলো আলাদা আলাদা বিবৃতিতে লেখক ও তার সৃষ্টিকর্মকে স্মরণ করেছে।