বছরে যুক্তরাজ্য প্রবাসী দুই সাংবাদিককে বাংলাদেশ ঘোরাবে হাই কমিশন

প্রতি বছর যুক্তরাজ্যে কাজ করা দুজন বাঙালি সাংবাদিককে বাংলাদেশ সফর করানো হবে বলে জানিয়েছেন লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির।

সেলিম আহমেদসৈয়দ শাহ , লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 02:42 PM
Updated : 30 July 2016, 03:11 PM

গত ২২ জুলাই এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ সফরে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশ সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি), আইপিও ও জাতীয় প্রেস ক্লাব প্রেস উইং হিসেবে কাজ করবে।

তবে সফরের জন্য সাংবাদিক নির্বাচনসহ কিভাবে এই সফর আয়োজিত হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু না বললেও নাদিম কাদির বলেন, ব্রিটেনের মতো ভিনদেশি জায়গায় বাংলা ভাষার লালন ও প্রচারের ভূমিকা স্বীকৃত।

“এর গুরুত্ব অনুধাবন করেই এই সফর করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”

নাদিম কাদির আরও জানান, এই সফরের মাধ্যমে বাংলাদেশের মিডিয়া হাউস ছাড়াও জাতীয় প্রেস ক্লাব ভ্রমণের সুযোগ থাকবে।

এই কর্মসূচির স্পন্সর থাকবে লন্ডন বেইস আইপিই গ্রুপ, আইপিইর ম্যানেজিং ডিরেক্টর আদনান ইমাম।

এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মর্তুজা আহমেদের সম্মতি রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।