বাংলাদেশি তারুণ্যে ‘মুগ্ধ’ বার্নিকাট

সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে বাংলাদেশের তরুণরা বিশ্বকে ‘তাক লাগিয়ে দিতে পারে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 07:48 AM
Updated : 27 June 2016, 07:48 AM

শনিবার মিশিগানে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় বার্নিকাট বাংলাদেশি তরুণদের প্রতি তার ‘মুগ্ধতার’ কথা জানিয়ে বলেন, তাদের উদ্ভাবনী মেধা অভিভূত করার ক্ষমতা রাখে।

“আমি এর অনেক নজির দেখেছি। এ কারণেই নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।”

বাংলাদেশের অগ্রগতি ও সম্ভাবনাগুলোকে যুক্তরাষ্ট্রে যথাযথভাবে উপস্থাপন করতে প্রবাসী প্রকৌশলীদের প্রতি আহ্বানও জানান তিনি।

হ্যামট্রামিক সিটির বাংলা টাউনের আলাউদ্দিন রেস্টুরেন্টে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট (আবিয়া) এ মতবিনিময় সভার আয়োজন করে।  

সভায় সংগঠনের চেয়ারম্যান জাকিরুল হক, সাধারণ সম্পাদক আফরোজা আখতার, আবিয়া গ্রেটলেক চ্যাপ্টারের সভাপতি মনির জামান, ফিয়াট-ক্রাইসলার এর ব্যবস্থাপক সাদেক রহমান, নাসিম উদ্দিন, আবু আশরাফ, হারুন রশিদ, রাহাত খান, ইমরান হোসেন, মুহাম্মদ আজিম, মোহাম্মাদ খান (আপেল) ও সাইফুল আজম সিদ্দিকী বক্তব্য রাখেন।

বাংলাদেশি আমেরিকান ডেমক্রেটিক ককাসের সভাপতি আরিফ মাহমুদ, এম এস বাহার, মোশারাফ চৌধুরী, মঞ্জুরুল করিম, মোহাম্মদ হুদা জুয়েল, মাহবুব আলাল চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূতকে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণও জানানো হয় সভায়।

উত্তর আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের নিয়ে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন আগামী ১৯-২১ অগাস্ট ডেট্রয়েটে সম্মেলন করবে।