প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর দাবি ডেনমার্কে

সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর দাবিতে কোপেনহাগেনের বাংলাদেশ দূতাবাসে একদল বাংলাদেশি স্মারকলিপি দিয়েছে।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 04:22 PM
Updated : 13 Feb 2016, 04:24 PM

শুক্রবার ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে কয়েকজন বাংলাদেশি প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর আবেদন জানিয়ে স্মারকলিপি দিয়েছেন।

আবেদনে তারা উল্লেখ করেন, প্রবাসীদের পাঠানো অর্থ বাংলাদেশের বৈদেশিক মূদ্রার রিজার্ভে ভূমিকা রাখে আর আর্থ-সামাজিক উন্নয়নের খাতেও এই অর্থ ব্যবহৃত হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয় যে, প্রবাসীদের মৃত্যুর পর লাশ দেশে পাঠানোর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়।  অনেক সময় প্রবাসীদের মৃত্যুর পর মরদেহ দেশে পাঠাতে দূতাবাসে অনুদানের জন্য আবেদন করতে হয় যা খুব সন্মানজনক বিষয় নয়।

আর তাই প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর খরচ সরকারের তরফে দেওয়ার জন্য এই আবেদন করেছেন এই প্রবাসীরা।

ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন হেড অব চ্যান্সারি শাকিল শাহরিয়ার  এবং প্রবাসীদের পক্ষে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মোল্লা লিংকন , ইকবাল হোসেন মিঠু , আরিফ খালেক , জামাল আহমেদ , ড. বিদ্যুত বড়ুয়া , সাব্বির আহমেদ , সামি দাস , ইফতেখার সম্রাট এবং অরুণ  দেবনাথ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com