সিঙ্গাপুরে গান গাইবেন আইয়ুব বাচ্চু

প্রবাসীদের জন্য সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় এই শিল্পী।

হোসেন মো. আল আমিন, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 12:14 PM
Updated : 6 Feb 2016, 12:23 PM

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ১৩ ফেব্রুয়ারি, শনিবার সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টারে গান গাইবেন আইয়ুব বাচ্চু। এসবিএসের সভাপতি মো. সাহিদুজ্জামান বলেন, “পহেলা ফাল্গুন বসন্তের প্রথমদিন আর এই দিনেই প্রবাসীদের জন্য থাকছে আমাদের এই আয়োজন।”

তিনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রী রাশেদ খান মেনন আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশনার মাহবুব উজ জামান।

অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর ব্যান্ডদল এলআরবিএর সঙ্গে আরও থাকছেন কন্ঠশিল্পী বাউল সফি মন্ডল, কর্নিয়া ও পাওয়ার ভয়েস খ্যাত সজল। এছাড়াও থাকবেন মডেল-অভিনেত্রী নায়লা নাইম, বাঁধন এবং যাদুকর আলী রাজ। অনুষ্ঠানে প্রবেশ ফি নির্ধারণ হয়েছে ২০, ৩০, ৫০ এবং ১০০ সিঙ্গাপুর ডলার।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com