বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী ষড়যন্ত্র’ রুখে দেওয়ার ডাক নিউ ইয়র্কে

বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি নিউ ইয়র্ক শাখা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 11:42 AM
Updated : 6 Feb 2016, 11:40 AM

বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যামাইকায় এক আলোচনা সভায় চলচ্চিত্রকার কবির আনোয়ার প্রবাসীদের প্রতি এ আহ্বান জানান।

তিনি বলেন, “শহীদ জননীর শুরু করা আন্দোলনের ধারাবাহিকতায় আজ যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। এ ষড়যন্ত্র রুখতে একাত্তরের চেতনায় বিশ্বাসী বিশ্বের সকল প্রান্তে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সরকারের আশেপাশে ‘ঘাপটি মেরে থাকা’ চাটুকারদের ব্যাপারেও সতর্ক করেন কবির আনোয়ার।

“শেখ হাসিনার আশে পাশে আজ অনেক চাটুকার, যাদের কারণে সরকার চালানোও কঠিন হয়ে দাঁড়ায়। এদের ব্যাপারে সতর্ক দুষ্টি রাখতে হবে।”

মুক্তিযুদ্ধ, শহীদ ও বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস বিকৃতি রোধে কঠোর আইন করারও দাবি জানান এ চলচ্চিত্রকার।

“বিনপি আজ মহান নেতাকে অস্বীকার করে, শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে। এত সাহস তারা পায় কোথায়?

“এখন সময় এসেছে ইতিহাস বিকৃতি রোধে আইন করার এবং সেই আইনে খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর।”

সংগঠনের সভাপতি ফাহিম রেজা নূরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বেলাল বেগ, জামাল উদ্দিন হোসেন, স্বীকৃতি বড়ুয়া, কৌশিক আহমেদ, শরাফ সরকার, মো. মনির হোসেন, বোরহান উদ্দীন হাওলাদার, আজিজুর রহমান, শহীদ উদ্দীন, হেলাল মাহমুদ, গোপাল স্যান্নাল, মাহফুজা হাসান, ওবায়দুল্লাহ মামুন, নিনি ওয়াহেদ, সুব্রত বিশ্বাস, রাজ্জাক হাওলাদার।

সভায় যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা শহীদ পরিবারের মাঝে বিতরণ, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ও সংখ্যালঘুদের নিরাপত্তায় ‘সংখ্যালঘু সুরক্ষা মন্ত্রণালয়’ গঠনেরও দাবি জানানো হয়।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com