ভ্যাঙ্কুভারে জাকির তালুকদারকে সম্মাননা 

কানাডার ভ্যাঙ্কুভারে সম্মাননা দেওয়া হয়েছে বাংলাদেশের সমকালীন কথাসাহিত্যিক জাকির তালুকদারকে।

শাহানা আকতার মহুয়া, কানাডার ভ্যাঙ্কুভার থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2015, 11:51 AM
Updated : 3 Oct 2015, 11:51 AM

শিল্প-সাহিত্য-সংস্কৃতির কোনও সীমানা দেয়াল থাকে না। সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী জাকির তালুকদার তাই ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতির দেশেও লাভ করলেন সম্মাননা।

১৯শে সেপ্টেম্বর, ২০১৫ ভ্যাঙ্কুভারের ‘রাইটার্স ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক কানাডা’ জাকির তালুকদারকে সম্মাননা পদক দিয়েছে।   

রিচমন্ড সিটি হলে পদক প্রদান অনুষ্ঠানটি সর্বাঙ্গীনভাবেই ছিল বহু সংস্কৃতির এক অনুষ্ঠান।

রাইটার্স ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সভাপতি আশোক ভারগাভা বলেন, “লেখকেরা অন্যকে খুশি করার জন্য লেখেন না, তারা লেখেন মনের তাগিদে। সাহিত্যের যে কোনো সীমানা থাকে না, তারই প্রমাণ যেন আজকের এই ‘ওয়ার্ডস অ্যাক্রস বর্ডারস’ অনুষ্ঠানটি।”

লেখক জাকির তালুকদার সম্মাননা প্রদানকারী সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশে আমার বাস কিন্তু শুধু বাংলাদেশের বাঙালিদের জন্যই নয়, আমি লেখি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাসহ পৃথিবীর অন্যান্য দেশে বসবাসরত বাংলাভাষীদের জন্য।”

জাকির তালুকদার আরও বলেন, “বাঙালি জাতির রয়েছে সহস্র বছরের নৃতাত্ত্বিক, সামাজিক-সাংস্কৃতিক ইতিহাস।”

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com