কানাডায় জিভিবিসিএর ‍পিকনিকে প্রবাসীদের মিলনমেলা  

রবিবার গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন, জিভিবিসিএ‘র উদ্যোগে বার্ষিক বনভোজন এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

শাহানা আকতার মহুয়া, কানাডার ভ্যাঙ্কুভার থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 11:16 AM
Updated : 1 Sept 2015, 11:16 AM

প্রাকৃতিক সৌন্দর্যময় গোল্ডেন ইয়ারস প্রভিন্সিয়াল পার্কের আলোয়েট লেকের ধারে বসেছিল প্রবাসী বাঙালিদের এই মিলনমেলা।

ঝকঝকে সজীব দিনে লেকের নয়নাভিরাম সৌন্দর্যের সঙ্গে মিশে গিয়েছিল মানুষের উচ্ছ্বাস। গ্রেটার ভ্যাঙ্কুভারে বাড়ছে বাঙালির সংখ্যা। আসছে নতুন নতুন পরিবার আর তাই বনভোজনেও দেখা মেলে অনেক নতুন মানুষের, নতুন মুখের।  তিনশ বাঙালির প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দিনব্যাপী বনভোজনের পাশাপাশি ছিল শিশু-কিশোর-তরুণ এবং নারী-পুরুষদের জন্য মোরগ লড়াই, বিস্কুট দৌড়, কাবাডি, মার্বেল দৌড়, বালিশ খেলা, দৌড় সহ নানা ধরনের  আয়োজন।

তবে খাবারের কথা না বললে বনভোজন থেকে যায় অসম্পূর্ণ। রন্ধনশিল্পী নজরুল ভাইয়ের রান্নার খ্যাতি আছে গ্রেটার ভ্যাঙ্কুভার জুড়ে।  বনভোজনে ছিল নজরুল ভাইয়ের রান্না করা সুস্বাদু খাবার।আয়োজকদের চেষ্টা ছিল সবার কাছে উপভোগ্য এবং স্বতঃস্ফূর্ত করে তোলা। বলা যায় সে প্রচেষ্টা অনেকটাই সফল।

দিনশেষে  খানিকটা ক্লান্ত হলেও সবাই ঘরে ফিরেছে খানিকটা ভালোলাগা নিয়েই।   
 
 

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com