নিউ ইয়র্কে আ স ম রবকে সংবর্ধনা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচিত হয়নি বলে দাবি করেছেন জাসদ নেতা আ স ম আব্দুর রব।

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 07:50 PM
Updated : 2 August 2015, 07:50 PM

শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে তার এলাকা লক্ষ্মীপুর জেলা কল্যাণ সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রব বলেন, “রাষ্ট্রীয় অথবা সামাজিকভাবে সঠিক ইতিহাস আজও তৈরি হয়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধ অথবা স্বাধীনতা সংগ্রামের।

মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সংবর্ধনা দেওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘নিজেরা নিজেদের স্বীকৃতি দিতে পারি না, অথচ বিদেশীদের ঘটা করে এওয়ার্ড দিচ্ছি।”

“যুক্তরাষ্ট্রে এসেছি চিকিৎসার জন্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনার জন্যে আসিনি,” রাজনীতির প্রসঙ্গে বলেন তিনি।

সংবর্ধনা সমাবেশে রবের স্ত্রী বিশ্ব বাঙালি ফাউন্ডেশনের সভানেত্রী তানিয়া রব ছাড়াও ‘পিপল এন টেক ইন্সটিটিউট’র প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হানিফও বক্তব্য রাখেন।

সমাবেশের সঞ্চালক ছিলেন আশরাফুল হাসান বুলবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, জাসদের প্রবাসী বিষয়ক সম্পাদক মুজিবর রহমান এডভোকেট।

অনুষ্ঠানের শুরুতেই আ স ম রব এবং তানিয়া রবকে প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com