কারা ফটক থেকে ফের গ্রেপ্তার চট্টগ্রামের ছাত্রদল নেতা টিংকু

জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক টিংকু দাশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 02:55 PM
Updated : 7 July 2015, 02:55 PM

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের গেইট থেকে কোতোয়ালি থানার একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ জুন কারাগারে পাঠানো হয় টিংকু দাশকে। গত ১০ জানুয়ারির একটি ভাংচুর মামলায় আদালত থেকে জামিন পান তিনি।

“জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই করে বিকালে তাকে মুক্তি দেওয়া হয়।”

কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন বলেন, ২০১৪ সালের কাজীর দেউড়ি এলাকায় একটি ভাংচুর মামলায় টিংকু দাশ এজাহারনামীয় আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ছয় মাসের বেশি সময় কারাগারে থাকার পর গত ১১ জুন জামিনে মুক্তি পেয়েছিলেন ছাত্রদল নেতা টিংকু। ওইদিন একটি ভাংচুর মামলায় তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় সোপর্দ করে নগর গোয়েন্দা পুলিশ।

গত বছরের ৬ জানুয়ারি জাতীয় নির্বাচনের পরদিন নগরীর পলিটেকনিক এলাকায় পেট্রোল বোমায় দগ্ধ হন লেগুনাচালক মিতুল। এরপর ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মিতুল মারা যান।

এ ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা টিংকু দাশ। ওই মামরায় গ্রেপ্তার হওয়া অন্যদের জবানবন্দিতেও তার নাম এসেছিল।