আন্দোলনের বিজয় হবেই: নোমান

আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে নানা কৌশল করলেও এতে শেষ রক্ষা হবে না বলে দাবি করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 01:38 PM
Updated : 7 July 2015, 01:38 PM

“গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার চলমান আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়নি। গণআন্দোলন কখনও ব্যর্থ হয় না, তবে অনেক সময় দীর্ঘায়িত হয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনগণ একদিন বিজয়ী হবেই, এটাই হচ্ছে বাস্তবতা।”

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর কাট্টলীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির কেন্দ্রীয় এই ভাইস চেয়ারম্যান।

ফাইল ছবি

নোমান বলেন, “রাজপথের আন্দোলনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। তবে পুলিশকে ব্যবহার করে হামলা, মামলা ও নির্যাতন চালিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করতে সরকার সফল হয়েছে।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না দাবি করে বিএনপি নেতা বলেন, “তাই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”

ধানের শীষ সমর্থক গোষ্ঠী আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল আলম পান্না। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয়  শ্রম-বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, বিএনপি নেতা এরশাদ উল্লাহ,  মোশাররফ হোসেন ডিপটি প্রমুখ।