ছাত্রলীগের সম্মেলন: প্রস্ততি কমিটিসহ ১৪ উপকমিটি গঠন

জাতীয় সম্মেলন উপলক্ষে ১৪টি উপকমিটি গঠন করেছে সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 01:57 PM
Updated : 4 July 2015, 01:57 PM

আগামী ২৫ ও ২৬ জুলাই ছাত্রলীগের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠটির সহ-সভাপতি জয়দেব নন্দীকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনসহ ১৪টি উপকমিটি করা হয়েছে।

যুগ্ম-আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারেক ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে।

অন্যান্য কমিটির মধ্যে অভ্যর্থনা উপকমিটিতে আব্দুল কাদের মহিউদ্দিন মাহী, মঞ্চ উপকমিটি মোর্শেদুল আলম চৌধুরী, সাজ সজ্জা উপকমিটি রকিবুল ইসলাম শাওন, শৃংখলা উপকমিটি জিয়াউল হক জিয়া, প্রচার ও প্রকাশনা উপকমিটি রেজাউল হাফিজ রেশিম, দপ্তর উপকমিটি আহ্বায়ক জিসান মাহমুদকে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।

এছাড়া সাংস্কৃতিক উপকমিটিতে চঞ্চল কর্মকার, অর্থ উপকমিটি শাহিনুর রশিদ সোহেল, খাদ্য উপকমিটি রিয়াজ উদ্দিন রিয়াজ, যোগাযোগ উপকমিটি নাজমুল হুদা ওয়ারেসী চঞ্চল, স্বাস্থ্য উপকমিটি এস এম তরিকুল ইসলাম ও নির্বাচন কমিশন উপকমিটিতে সুমন কুন্ডুকে আহ্বায়ক করা হয়েছে।

সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের তত্ত্বাবধানে প্রস্তুতি কর্মকাণ্ড এগিয়ে চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।