সরকার নয়, উন্নতি জনগণের প্রচেষ্টায়: বিএনপি

বিশ্ব ব্যাংকের সূচকে বাংলাদেশের নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার পুরো কৃতিত্ব জনগণকে দিচ্ছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 01:39 PM
Updated : 2 July 2015, 01:40 PM

“এখানে সরকারের ধন্যবাদ পাওয়ার কিছু নেই, জনগণের প্রচেষ্টা ছিল। আমরা মনে করি, এটা জনগণের আন্তরিক প্রচেষ্টার ফল,” বলেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

বিশ্ব ব্যাংক মাথাপিছু আয়ের হিসাবে বাংলাদেশকে নিম্ন-মধ্য আয়ের দেশ হিসেবে ঘোষণা দেওয়ার পরদিন বৃহস্পতিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রিপন বলেন, “অর্থনীতিকে এগিয়ে নিতে আমাদের নারীরা তিন শিফটে কাজ করছে, জনগণ বন্যার পানি ডিঙিয়ে গরু-ছাগল রক্ষার জন্য কাজ করছে। বিদেশ থেকে যুবকরা দেশে এসে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থনীতি সচল করার চেষ্টা করছে, এটা তারা নিজেদের উদ্যোগেই করছেন।”

‘লুটপাট’ না থাকলে বাংলাদেশ মধ্য আয়ের দেশে আগেই পৌঁছাতে পারত বলে দাবি করেন সাবেক এই ছাত্রনেতা।

“সরকারি খাতে কোনো বিনিয়োগ নেই, বরং চতুর্দিকে দুর্নীতি।”

‘দুষ্টু লোক’ কারা?

ব্যাংক কেলেঙ্কারিতে জড়িতদের তালিকা প্রকাশ করতে অর্থমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছে বিএনপি।

দলীয় লোকজনের বাধায় জালিয়াত ব্যাংক কর্মকর্তাদের ধরতে পারছেন না বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিক্রিয়ায় এই দাবি জানান রিপন।   

সোনালী ব্যাংক নিয়ে ওই বক্তব্যের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমরা জানতে চাই, যারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লুটপাট করেছে, অর্থমন্ত্রীর ভাষায় যারা দুষ্টু লোক, তারা কারা? আমরা অর্থমন্ত্রীর কাছে দাবি করছি, তাদের নাম জাতির সামনে প্রকাশ করুন।

“অর্থমন্ত্রীকে বলব, আপনি সাহসী উচ্চারণ করুন। যারা দেশের ব্যাংক খাতে লুটপাট করেছে, তাদের মুখোশ উন্মোচন করে দিন।”

এই প্রসঙ্গে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ নিয়ে অর্থমন্ত্রী মুহিতের সমালোচনাও করেন রিপন।

“আমি জানি এই ভদ্রলোক একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। অর্থমন্ত্রী তাকে চেয়ারম্যান করে অর্থনীতিবিদ বানিয়ে ফেলেছেন। অর্থমন্ত্রী স্বজনপ্রীতি না দেখালে রূপালী ব্যাংকের অবস্থা আরও ভালো হত।”