গয়েশ্বরের মুক্তির ‘বাধা কাটল’

নাশকতা চেষ্টার এক মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে হাই কোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে আপিল বিভাগ, ফলে তার মুক্তি পেতে আর বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 09:55 AM
Updated : 2 July 2015, 09:55 AM

গয়েশ্বরের করা এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার স্থগিতাদেশ প্রত্যাহারের এ আদেশ দেন।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর নাশকতা চেষ্টার অভিযোগে রাজধানীর তুরাগ থানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরের বিরুদ্ধে এই মামলা করে পুলিশ। ওইদিনই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

হাই কোর্ট গত ৬ মে এ মামলায় গয়েশ্বরকে অন্তর্বতীকালীন জামিন দেয়।রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আবেদন করলে চেম্বার আদালত হয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে। ২৪ মে আপিল বিভাগ জামিন আদেশ স্থগিত করে দেয়।

পরে গয়েশ্বরের আইনজীবী নিতাই রায় চৌধুরী ওই আদেশ প্রত্যাহারের আবেদন করলে বৃহস্পতিবার শুনানি শেষে আপিল বিভাগ তা মঞ্জুর করে।

আদালতে গয়েশ্বরের পক্ষে শুনানি করেন নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির।

আদেশের পর নিতাই রায় বলেন, এর মধ্য দিয়ে হাই কোর্টের দেওয়া জামিন আদেশই বহাল রইল।

“গয়েশ্বর রায় তার বিরুদ্ধে থাকা তিন মামলার সবগুলোতেই জামিন পেয়েছেন। ফলে তার মুক্তিতে আর বাধা নেই।”