কুইক রেন্টাল থেকে সরে আসার দাবি বিএনপির

কুইক রেন্টাল কেন্দ্রগুলোর উপর নির্ভরতা কমানোর পাশাপাশি বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 05:43 PM
Updated : 29 June 2015, 05:43 PM

নতুন অর্থবছরের বাজেট পাসের আগের দিন সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই দাবি জানান।

তিনি বলেন, “আজ ভোটারবিহীন সংসদে বাজেট পাসের প্রক্রিয়া শুরু হচ্ছে। অর্থমন্ত্রী ও সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, বাজেটে বিদ্যুতের ভর্তুকি হ্রাস করুন।”

বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে সরকারের চুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে রিপন বলেন, “বাজেট পাসের আগে বেসরকারি খাতে কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের সঙ্গে সরকারের চুক্তি পুনর্মূল্যায়নের বিষয়ে সরকার একটি অবস্থান নেবে বলে আশা করছি।

আসাদুজ্জামান রিপন (ফাইল ছবি)

“এভাবে পাস (বাজেট) করা হলে আমরা ধরে নেব, সরকার জনগণের পকেট কেটে শাসকদলের পকেট ভরছে।”

বিশ্ব বাজারে তেলের দাম কমায় তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের দাবি জানান বিএনপি নেতা।

একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজ-বিদ্যালয়ের শিক্ষক ও নিম্ন-উচ্চ আদালতের বিচারকদের জন্য বিশেষ বেতন কাঠামো গঠনের দাবিও জানান রিপন।

পুলিশ বাহিনীর বেতন বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সদস্যরা অনেক কষ্ট করে দিনাতিপাত করেন। রাস্তা-ঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক ভাইদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

“তাদের জন্য যদি সময়পোযোগী ও বাজারমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে বেতন দেওয়া হয়, তাতে বিএনপি খুশিই হবে।”

দাবি মানা না হলে বিএনপির অবস্থান কী হবে- জানতে চাইলে রিপন বলেন, “আমরা প্রতিবাদ জানাব।”