প্রস্তাবিত বেতন কাঠামোর বিরুদ্ধে চবি শিক্ষকদের কর্মসূচি

প্রস্তাবিত ‘বৈষম্যমূলক’ বেতন কাঠামোর প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 10:53 AM
Updated : 30 May 2015, 10:55 AM

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিন বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন এবং বৃহস্পতিবার চবি বুদ্ধিজীবী চত্বরে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত অবস্থানের সিদ্ধান্ত জানিয়েছে সমিতি।

শনিবার চবি শিক্ষক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খসরুল আলম কুদ্দুসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রস্তাবিত বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন দুই ধাপ নামিয়ে আনার এবং টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

“এ সুপারিশগুলোকে অযৌক্তিক মনে করায় প্রস্তাবিত বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে আমরা আন্দোলন করছি।”

খসরুল আলম কুদ্দুসী বলেন, রোববার থেকে মঙ্গলবার এক ঘন্টা করে কর্মবিরতি এবং বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে একঘন্টার অবস্থান কর্মসূচি পালন করব।

একই দাবিতে এর আগেও চবি শিক্ষক সমিতি ২৫ ও ২৮ মে মানবন্ধন ও ২৪ মে সংবাদ সম্মেলন করেছিল চবি শিক্ষক সমিতি।