সাত মামলায় বিএনপি নেতা রফিকুলের আগাম জামিন

নাশকতার সাত মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

সুপ্রিম কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 08:20 AM
Updated : 26 May 2015, 10:10 AM

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ মঙ্গলবার এসব মামলায় তার জামিন মঞ্জুর করে।

বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে নাশকতার ঘটনায় রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় এসব মামলা দায়ের করা হয়।

সাম্প্রতিক সময়ে রফিকুল ইসলাম মিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা না গেলেও জামিন চাইতে মঙ্গলবার তিনি আদালতে আসেন। তার পক্ষে আদালতে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল রহমান খান।

রফিকুলের পক্ষের আইনজীবী এহসানুর রহমান জানান, তারা মোট আটটি মামলায় আগাম জামিনের আবেদন করেন। এর মধ্যে মিরপুর থানার পাঁচটি এবং পল্লবী থানার দুটি মামলার শুনানি শেষে আদালত জামিন দিয়েছে।