খালেদা সোমবার আদালতে যাবেন: খোকন

দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার সকালে পুরান ঢাকার বকশিবাজারে মহনগর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে উপস্থিত হবেন বলে তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 06:55 PM
Updated : 24 May 2015, 07:11 PM

রোববার রাতে তিনি বলেন, সকাল ১০টায় গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলছে বকশিবাজারে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে।

মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি অবশ্যই কাল আদালতে হাজিরা দেবেন। সকাল ১০টায় তার বাসা থেকে রওনা হওয়ার কথা রয়েছে।”

কয়েক দফা  শুনানিতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। গত ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। এর পরের শুনানির দিনে আদালতে হাজির হননি বিএনপি প্রধান।