জজ আদালতেও লতিফ সিদ্দিকীর জামিন নাকচ

হজ ও তাবলিগ জামায়াত নিয়ে ‘কটূক্তির’ মামলায় আটক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন জজ আদালতেও নাকচ হয়ে গেছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 09:46 AM
Updated : 24 May 2015, 09:46 AM

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা রোববার শুনানি করে আওয়ামী লীগের এই বহিষ্কৃত নেতার জামিন নাকচ করেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এদিন লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন। 

এর আগে একই অভিযোগের সাতটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত লতিফ সিদ্দিকীর জামিন নাকচ করে।

গত বছর ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্য করেন তখনকার টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ। এরপর দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়।  তাকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি আওয়ামী লীগ থেকেও তার সদস্যপদ বাতিল করা হয়। 

২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে ভারত থেকে ফেরেন লতিফ সিদ্দিকী।  পরদিন তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।