সাম্রাজ্যবাদের আগ্রাসনও বিপদজনক: মেনন

জঙ্গিবাদ ও মৌলবাদের পাশাপাশি সাম্রাজ্যবাদের আগ্রাসনকে বাংলাদেশের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 01:36 PM
Updated : 23 May 2015, 01:36 PM

তিনি বলেন, এই আগ্রাসনকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মেনন বলেন, বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার কারণেই বাংলার মাটিতে তাদের  বিচার করা সম্ভব হয়েছে। তাই জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৪২তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদ 'বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্ব শান্তি' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

আয়োজক সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক ড. সরওয়ার আলী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খন্দকার ইব্রাহিম খালেদ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।