গভীর সংকটে দেশের গণতন্ত্র: মওদুদ

গভীর সংকটে পড়া গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 01:45 PM
Updated : 22 May 2015, 01:45 PM

শুক্রবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের এক যৌথ সভায় একথা বলেন তিনি।

মওদুদ বলেন, “শহীদ জিয়ার সুপ্রতিষ্ঠিত গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

‘একাত্তরের মুক্তিযুদ্ধের ঘোষণা ও ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসা জিয়াউর রহমানের নাম যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে’ বলেও মন্তব্য করেন তিনি।

সভার শুরুতে সাংবাদিকদের কাছে মৃত্যুবার্ষিকীর উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচি তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, মৃত্যুদিবসের দিন শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান ও রাজধানীতে তিন দিন দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি।

আগামী ২৮ মে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে বলে জানান নজরুল ইসলাম খান।

আগামী ৩০ মে জিয়ার ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন।

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক জিয়ার মৃত্যুদিবসকে ‘শাহাদাৎ দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।

মওদুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন,  অঙ্গসংগঠনের ইশতিয়াক আজিজ উলফাত, আনোয়ার হোসাইন, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, এম এ মালেক, মনির হোসেন, এম এ তাহের, তকদির হোসেন মো. জসিম, হাফেজ আবদুল মালেক, রফিকুল ইসলাম মাহতাব, মিলন মেহেদী, মুনির হোসেন, আকম মোজাম্মেল হক ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।