ইসলামিক পার্টির সভাপতি মোবিনের মৃত্যু

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিন মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 11:12 AM
Updated : 6 May 2015, 11:43 AM

মস্তিস্কের রক্তক্ষরণ নিয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তিনি মারা যান বলে ইসলামিক পার্টির ইসলামিক পার্টির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান জানিয়েছেন।

আবদুল মোবিনের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এশার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আবদুল মোবিনের জানাজা হবে। এরপর কুমিল্লার বরুড়ায় নিয়ে যাওয়া হবে মরদেহ। বৃহস্পতিবার সেখানে জানাজার পর পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।

জোট শরিক নেতা আবদুল মোবিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এক শোকবার্তায় তিনি প্রয়াত নেতার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

১৯৫২ সালের ৩০ এপ্রিল জন্ম নেওয়া আবদুল মোবিন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রিও নেন তিনি।

ছাত্রজীবনে ইসলামী ছাত্রশক্তির সঙ্গে যুক্ত ছিলেন আবদুল মোবিন।